ভারতকে কোণঠাসা করে বাংলাদেশের আরেকটি দারুণ সেশন
প্রথম সেশন হাসান মাহমুদের ঝলকে দারুণ শুরুর পর প্রতিরোধ গড়েছিলেন যশভি জয়সওয়াল আর রিশভ পান্ত। তাদের আলগা করে হাসানই দেন ব্রেক থ্রো। পরে নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ উইকেট নিলে ম্যাচে দাপট দেখাচ্ছে বাংলাদেশ।।
বৃহস্পতিবার চেন্নাই টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। চা-বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৬ উইকেটে ১৭৬। প্রথম সেশনের মতন দ্বিতীয় সেশনেও ৩ উইকেট নিয়েছে বাংলাদেশ, এই সেশনে ২৫ ওভারে ভারতও তুলেছে ঠিক ৮৮ রান।
দলের প্রবল চাপে রবীন্দ্র জাদেজা ৭ ও রবীচন্দ্রন অশ্বিন ২১ রান নিয়ে খেলছেন। তাদের পরে আর কোন ব্যাটার নেই। কাজেই আর একটা উইকেট ফেলতে পারলে টেল এন্ডারদের পেয়ে যাবে বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের বোলিংয়ের নায়ক হাসান ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ঝাঁজ দেখাচ্ছেন ঝাঁজ।
৩৪ রানে ৩ উইকেট পড়ার পর জয়সওয়াল-পান্ত মিলে প্রতিরোধ গড়েছিলেন। তাদের জুটিতে আসে ৬২ রান। লাঞ্চের পর সেই জুটি আলগা করেন হাসান। ৩ উইকেটে ৮৮ রান নিয়ে নেমে জুটি আর বেশি আগায়নি পান্ত-জয়সওয়ালের। থিতু থাকা পান্ত হাসানের অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে দেন কিপারের হাতে ক্যাচ। ৫২ বলে ৩৯ করে ফেরেন তিনি।
তরুণ জয়সওয়াল দলের হাল ধরে রেখেছিলেন। রয়েসয়ে খেলে তুলে নেন ফিফটি। এই ব্যাটারকে গতিতে পরাস্ত করেন নাহিদ। ঘন্টায় দেড়শো কিলোমিটারের কাছাকাছি গতিতে বল করে নাড়িয়ে দেন জয়সওয়ালকে। গতির সঙ্গে বাড়তি বাউন্স আদায় করে স্লিপে ক্যাচ বানান ৫৬ করা বাঁহাতি ওপেনারকে।
পরের ওভারেই বড় ধাক্কা খায় ভারত। মিরাজের বলে ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন ধুঁকতে থাকা রাহুল। ৫২ বলে তিনি করেন ১৬ রান। ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত।
ম্যাচে এখন বাংলাদেশের নিয়ন্ত্রণ স্পষ্ট। এই ছন্দ ধরে রাখতে পারলে ভারতকে অল্প রানেই আটকে রাখতে পারবে নাজমুল হোসেন শান্তর দল।
Comments