প্রতিমা ভাঙচুরকারী সঞ্জিত মানসিক ভারসাম্যহীন, ভারতীয় নাগরিক নন: পুলিশ
ফরিদপুরের ভাঙ্গায় গত শনিবার রাতে হরি মন্দির ও কালি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাস (৪৫) ভারতীয় নন, তিনি বাংলাদেশের নাগরিক।
গত সোমবার ফরিদপুর জেলা পুলিশ তাকে ভারতীয় নাগরিক বলে উল্লেখ করলেও পরে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তার সঞ্জিত মানসিক ভারসাম্যহীন। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নিজামকান্দি গ্রামের নিশিকান্ত বিশ্বাসের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সঞ্জিত বিশ্বাসের ছবি দেখে তার বাবা নিশিকান্ত বিশ্বাস (৭২) ফরিদপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান যে, আটক সঞ্জিত তার ছেলে এবং সে মানসিকভাবে অসুস্থ। সঞ্জিত কাজের উদ্দেশে ভারতে গিয়ে অনেকদিন ছিলেন। পরে দেশে ফেরার পর প্রায় চার বছর আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে সঞ্জিত আর বাড়িতে ফেরেননি এবং পরিবারের সঙ্গেও যোগাযোগ করেননি।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে ভাঙ্গা বাজারের হরি মন্দিরের একটি প্রতিমার হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং ভাঙ্গা থানার সামনের কালি মন্দিরের প্রতিমার হাতের আঙুল ও শুঁড় ভাঙা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জিত বিশ্বাসকে রোববার রাতে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Comments