দুই মাস পর মাঠে ফিরে মেসির জোড়া গোল

Lionel Messi

কোপা আমেরিকার ফাইনালের পর আর মাঠে নামা হচ্ছিলো না লিওনেল মেসির। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। গোড়ালির চোটে দুই মাস মাঠের বাইরে থেকে ফেরার ম্যাচেই ঝলক দেখালেন তিনি। ইন্টার মায়ামির হয়ে চার মিনিটের  ব্যবধানে করলেন জোড়া গোল।

মেজর সকার লিগের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৩-১ গোলে হারায় মায়ামি। ২ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিলো ফিলাডেলফিয়াই। ২৬ ও ৩০ মিনিটে পর পর দুই গোল করে দলকে এগিয়ে নেন মেসি। পরে খেলার অন্তিম সময়ে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেস।

গত ১৪ জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে আর্জেন্টিনার শিরোপা জয়ে ছিলেন মেসি। সেই ম্যাচেই গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়ে যান। এরপর থেকে পুনর্বাসনে ছিলেন তিনি। এর মাঝে মেজর সকার লিগে খেলতে পারেননি ৮ ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাও পায়নি তাকে।

লম্বা সময় পর ফিরে খেলায় ছন্দ ঠিকই পেয়ে যান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। এদিন ২ মিনিটে গোল করে ফিলাডেলফিয়া এগিয়ে গেলে চাপে পড়ে মেসির দল। খেলায় ফিরতে মরিয়া মায়ামি একের পর এক আক্রমণ করে ফল পায় মেসির পা থেকে। 

২৬ মিনিটে মেসির প্রথম গোলে অবদান আছে বার্সেলোনার সাবেক সতীর্থ সুয়ারেসের। সুয়ারেসের কাছ থেকে পাস নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে বল জালে জড়ান তিনি।

চার মিনিট পর মেসি বলের যোগান পান বার্সার তার আরেক পুরনো সতীর্থ জর্দি আলভার কাছ থেকে। বাম দিকে বক্সে ঢুকে ক্রস করেন আলভা। মেসি তা ধরেই পা পায়ের নিখুঁত শটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে নেন। যোগ করা সময়ে দলের তৃতীয় গোল এনে দেন সুয়ারেস। 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago