সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যু

সীতারাম ইয়েচুরি

ভারতের প্রবীণ রাজনীতিবিদ সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন। আজ বৃহস্পতিবার নয়াদিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে মারা যান তিনি। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

হাসপাতালটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সীতারাম ইয়েচুরির পরিবার তার মরদেহ শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর জন্য হাসপাতালে দান করেছেন।

ইয়েচুরির মৃত্যু সম্পর্কে তার দলের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আমাদের সহযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজ বিকেল ৩টা ৩ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে মারা গেছেন। শ্বাসনালীতে সংক্রমণ থেকে তৈরি হওয়া জটিলতায় ভুগছিলেন তিনি।

গত ১৯ আগস্ট থেকে এই হাসপাতালে ভর্তি ছিলেন সীতারাম ইয়েচুরি।

সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবনের শুরু দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নেতা হিসেবে। ছাত্রজীবনে তিনি সিপিআই(এম) এর স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) সদস্য ছিলেন। তিনি ১৯৮৪ সালে সিপিআই(এম) এর কেন্দ্রীয় কমিটিতে আসেন এবং ১৯৯২ সালে পলিটব্যুরোর সদস্য নির্বাচিত হন।

সীতারাম ইয়েচুরি ২০০৫ সাল থেকে ১২ বছর ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে প্রকাশ কারাতের স্থলাভিষিক্ত হয়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন।

তিনি এই বছরের লোকসভা নির্বাচনে বিজেপি-বিরোধী আই.এন.ডি.আই.এ (ইন্ডিয়া) জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Comments

The Daily Star  | English

Daily Star’s photo exhibition ‘36 Days of July -- Saluting The Bravehearts’ begins

The event began with a one-minute silence to honour the students and people, who fought against fascism

14h ago