ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার

ভারতের পালানোর সময় সহযোগীসহ বিজিবির হাতে আটক হন ফজলে করিম চৌধুরী। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে।

আজ বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

বিজিবি জানায়, এ সময় ফজলে করিম চৌধুরীর সঙ্গে থাকা আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন—আখাউড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।

ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারা ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে।

 

Comments

The Daily Star  | English
Banking sector crisis

Why is the banking sector crisis so deep-rooted?

The regime-sponsored immorality to protect or pamper the financial gangsters not only eroded the future of the banking sector, but also made the wound too difficult to recover from.

5h ago