তৌফিক-ই-ইলাহী চৌধুরী ৪ দিনের রিমান্ডে

তৌফিক-ই-ইলাহী | ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের এক উপপরিদর্শক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল রাতে রাজধানীর গুলশান থেকে আটক তৌফিক-ই-এলাহী চৌধুরীকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই বাড্ডা এলাকায় সুমন সিকদার নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০ আগস্ট নিহতের মা মাসুমা বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৯ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা করেছিলেন।

তৌফিক-ই-এলাহী চৌধুরী ২০০৯ সালে শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা নিযুক্ত হন এবং ৫ আগস্ট পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন।

 

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

19m ago