প্রয়োজনে চব্বিশের মতো আরও গণঅভ্যুত্থান ঘটাব: সারজিস আলম

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে বক্তব্য দেন সারজিস আলম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, 'আবারও যদি প্রয়োজন হয় আমরা রাজপথে নামব, স্লোগান দেব, জীবন বাজি রাখব। প্রয়োজনে রাজপথে থেকে শেখ হাসিনার মতো যেকোনো ফ্যাসিস্টকে দেশছাড়া করব; চব্বিশের মতো আরও গণঅভ্যুত্থান ঘটাব।'

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে তিনি এই কথা বলেন।

সারজিস বলেন, 'ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিল। তার দোসররা অসংখ্য মানুষকে অন্যায়ভাবে জেলখানায় রেখেছিল। আজকেও যদি কিছু মানুষ অন্য কোনো রূপে এগুলো করে তাহলে সেটাও আমরা সমর্থন করব না।'

তরুণ সমাজকে সুশিক্ষিত ও দক্ষ হওয়ার আহ্বান জানিয়ে এই ছাত্রনেতা বলেন, 'শিক্ষার্থীদের অসংখ্য কাজ থাকতে পারে কিন্তু আমাদের প্রধান কাজ পড়াশোনা করে নিজেকে সুশিক্ষিত ও দক্ষ হিসেবে তৈরি করা। যখন ক্লাস চলবে তখন ক্লাসে যাবেন, আবার খেলার সময় খেলার মাঠে থাকবেন। আপনারা কারও লাঠিয়াল বাহিনী হবেন না। আপনারা নিজের মেধা, শিক্ষা, দক্ষতায় স্বাবলম্বী হয়ে উঠবেন, কোনো 'ভাইয়ের' উপর ভর করে নয়। এই ছাত্র-জনতার হাতে ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই। যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন তারা আজ থেকে ২০ বছর পরে একেকজন সংসদের এমপি, মন্ত্রী হবেন, এমনকি প্রধানমন্ত্রী হবেন।'

তিনি আরও বলেন, 'নারায়ণগঞ্জে অল্প কিছু মানুষ বৃহৎ জনগোষ্ঠীকে জিম্মি করে বিভিন্ন ব্যবসা করছে। এখানে ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলে। ছাত্ররা এটা কোনোভাবে সমর্থন করে না। আমাদের অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে এটা যায় না।'

Comments

The Daily Star  | English

Budget support from WB, ADB: $1.1b loan likely by December

The World Bank and the Asian Development Bank are preparing to submit proposals to their boards for $1.1 billion in budget support for Bangladesh, finance ministry officials have said.

8h ago