বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ: ভারতীয় হাইকমিশনার

প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং দুই দেশ এ সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রণয় ভার্মা বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আমরা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং এই অগ্রগতিকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করে যাব।

আওয়ামী লীগ সরকারের পতন এবং ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তবে ভারতীয় হাইকমিশনার পুনর্ব্যক্ত করেন যে দুদেশের মধ্যকার সম্পর্ক গুরুত্বপূর্ণ এবং ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

21m ago