অটোরিকশাচালকদের সঙ্গে দ্বন্দ্বে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

অটোরিকশাচালকদের সঙ্গে দ্বন্দ্বে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হওয়ায় কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ছেড়ে যায়নি কোনো বাস | ছবি: আনিস মন্ডল/স্টার

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

অটোরিকশাচালকদের সঙ্গে বাসচালকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই ধর্মঘট আজ শুক্রবার সকাল ৬টায় শুরু হয়।

অন্যান্য রুটে বন্ধ থাকলেও আজ ঢাকা-কুষ্টিয়া রুটে বাস চলাচল করছে। পরিষদের নেতারা জানিয়েছেন, আগামীকাল থেকে কোনো রুটেই বাস চলবে না।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ঐক্য পরিষদের নেতা মো. মাহবুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বাস চালাতে প্রতিবন্ধকতার মুখে পড়ছি। বাস শ্রমিকরা নিয়মিত অটোরিকশাচালকদের হামলার শিকার হচ্ছেন। বাস ভাঙচুর করা হচ্ছে।'

সূত্র জানিয়েছে, বাস ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে যাত্রী নেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত।

নিরাপত্তার অভাবে বাস চালানো যাচ্ছে না দাবি করে মাহবুল বলেন, 'আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাদের অবস্থাও ভালো না। তারা কোনো সমাধান দিতে পারেননি।'

ঐক্য পরিষদের আরেক নেতা, কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, 'শ্রমিকরা গাড়ি নিয়ে বের হতে চাচ্ছে না। গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এখন কোনো প্রশাসন নেই, কে দায় দায়িত্ব নেবে?'

বাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। খুলনা যাওয়ার উদ্দেশ্যে কুষ্টিয়া বাস টার্মিনালে আসেন সুফিয়া বেগম। তিনি ডেইলি স্টারকে বলেন, 'কালকে ছেলের পরীক্ষা, আজ খুলনা যেতেই হবে। টার্মিনালে এসে দেখি বাস বন্ধ। চরম বিপদে পড়ে গেলাম।'

হঠাৎ কর্মসূচিতে এমন বিপাকে পড়েছেন শতাধিক যাত্রী।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago