বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রিসিভার নিয়োগে হাইকোর্টের রুল
বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোকে দেখাশোনার জন্য কেন রিসিভার নিয়োগ দেওয়া হবে না এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অনাদায়ী ঋণের তথ্য দিতে এবং এই কোম্পানিকে দেওয়া ঋণ মওকুফ প্রত্যাহার করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তার কারণ দর্শাতেও বলেছেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
Comments