ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৩

ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল উদ্যানের সামনে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং পিকআপ ভ্যানের চালক, ট্রাকচালক ও ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, '৯৯৯ থেকে কলে এ দুর্ঘটনা সম্পর্কে জানতে পারি।'

তিনি বলেন, 'জয়দেবপুর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছে।'

প্রত্যক্ষদর্শী ও পথচারী আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৭টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর আসার পথে ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেইটের সামনে ট্রাক ও পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।'

স্থানীয়রা জানান, আহত তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

6h ago