বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনার

গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে যান ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। ছবি: বাসস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে বুধবার রাতে তার গুলশানের বাসভবনে যান ব্রিটিশ হাইকমিশনার।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল এ সময় উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Destiny MD Rafiqul, 18 others jailed for 12 years

All the accused were asked all to deposit TK 4515.57 crore to the state within six months

2h ago