চলতি মাসে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

প্রতিনিধিদলের নেতৃত্বে থাকতে পারেন ডোনাল্ড লু।  ছবি: সংগৃহীত
প্রতিনিধিদলের নেতৃত্বে থাকতে পারেন ডোনাল্ড লু। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার উপায় নিয়ে আলোচনা করতে এ মাসেই যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করবে। সূত্ররা জানিয়েছেন, মাসের ১৫ তারিখের দিকে এই দলটি ঢাকা এসে পৌঁছাতে পারেন।

প্রতিনিধিদলের সম্ভাব্য সদস্যরা হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উপসহকারী প্রতিরক্ষা সচিব লিন্ডসে ডব্লিউ ফোর্ড। 

কূটনৈতিক সূত্ররা জানান, ঢাকা ও ওয়াশিংটনের কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে কাজ করছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদলের এটিই প্রথম সফর হতে যাচ্ছে।

সূত্ররা জানিয়েছেন, প্রতিনিধি দলটি তাদের অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে টানাপড়েন চলছিল। ২০২১ সালের ডিসেম্বরে ওয়াশিংটন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে র‍্যাবের ওপর বিধিনিষেধ আরোপ করে।

২০২৩ সালে সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয় ওয়াশিংটন।

নির্বাচনের পর, এ বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র জানায়, এই নির্বাচন অংশগ্রহণমূলক বা নিরপেক্ষ ছিল না।

ঢাকার এক কূটনৈতিক সূত্র বলেন, 'এখন আওয়ামী লীগ সরকার উৎখাত হওয়াতে বাংলাদেশের পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। এই সফরের মূল লক্ষ্য হবে কীভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে তা নির্ধারণ করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রাধান্যের বিষয়গুলো চিহ্নিত করা।'

Comments

The Daily Star  | English

Crowd control: Police seek to stop use of lethal weapon

The police may stop using lethal weapons and lead pellets for crowd control as their widespread use during the July mass uprising led to massive casualties and global criticism.

8h ago