সরকারি গাড়ির বিধিবহির্ভূত ব্যবহার বন্ধের নির্দেশ

কর্মকর্তা-কর্মচারীদের সরকারি গাড়ি বিধিবহির্ভূতভাবে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার।

আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।

সব মন্ত্রণালয়ের সচিবদের দেওয়া এ চিঠিতে বলা হয়, বেশ কয়েকজন কর্মচারী প্রচলিত বিধি ও প্রাধিকার বহির্ভূতভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন বলে সরকার জানতে পেরেছে।

এছাড়া, কোনো কোনো মন্ত্রণালয় বা বিভাগ যৌক্তিক কারণ ছাড়াই বিভিন্ন দপ্তর থেকে গাড়ি রিকুইজিশন দিয়ে আনছে।

অন্যদিকে, 'প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা ২০২০' এর আওতায় গাড়ির ঋণ সুবিধাপ্রাপ্ত কোনো কোনো কর্মকর্তা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য ৫০ হাজার টাকা নেওয়ার পরও অনৈতিক ও বেআইনিভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করছেন।

কর্মকর্তাদের গাড়ি ব্যবহারের এমন প্রবণতার ফলে একদিকে যেমন জনপ্রশাসনে বিশৃঙ্খলা ও আর্থিক অপচয় হচ্ছে, অন্যদিকে নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সরকারের দায়িত্ব সম্পর্কে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে বলে মনে করছে সরকার।

সরকার এ বিষয়ে অনমনীয় নীতি নিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার দপ্তরের চিঠিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Four reform commission chiefs submit reports to Yunus

They submitted the reports to Yunus at the chief adviser's office in Dhaka's Tejgaon around 11:30am

2h ago