রাওয়ালপিন্ডি টেস্ট

নাহিদের দারুণ স্পেলে বাংলাদেশের সেশন

Nahid Rana

সকালের শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। দুই অপরাজিত ব্যাটারের সৌজন্যে অনায়াসে রান বাড়াচ্ছিল তারা। তবে শান মাসুদ-সাঈম আইয়ুবকে আলগা করার পর দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। গতিময় পেসার নাহিদ রানা অসাধারণ বল করে দলকে ম্যাচে ফেরাতে রাখেন বড় ভূমিকা।

সোমবার রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ  ৬ উইকেটে ১১৭ রান। এখন পর্যন্ত  ১২৯  রানের লিড নিয়েছে তারা।

আগের দিনের ২ উইকেটে ৯ রান নিয়ে নেমে আরও  ১০৮  রান যোগ করতে ৪  উইকেট হারায় স্বাগতিক দল। এই সেশনে পাকিস্তানের ৪ উইকেটের তিনটাই নেন তরুণ এক্সপ্রেস বোলার নাহিদ।

সকালে নেমে শান-আইয়ুব খেলতে থাকেন স্বাচ্ছন্দ্যে। এই জুটি আলগা হয় আইয়ুবের বাজে শট নির্বাচনে। জুটিতে ৩৮ রান আসার পর তাসকিনকে লফটেড ড্রাইভ করতে গিয়ে লং অফে ক্যাচ দেন আইয়ুব। ফেরেন ৩৫ বলে ২০ রান করে।

পাকিস্তান অধিনায়ক শানও থিতু হয়ে পড়েছিলেন। দলকে ভালো জায়গায় নেওয়ার মতন খেলছিলেন তিনি। তবে নাহিদের বলে গড়বড় করে তিনিও ফেরেন বাজে শটে। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে ক্যাচ দেন ৩৪ বলে ২৮ রান করে।

বাকি দুই উইকেট দারুণ দুই বলে শিকার ধরেন নাহিদ, ক্যাচ মিস না হলে আরেকটি উইকেট পেতে পারতেন তিনি। বাবর আজম এই সিরিজে খেলছেন নিজের ছায়া হয়ে। ছন্দহীন ব্যাটার নাহিদের আচমকা লাফানো  বল সামলাতে পারেনই।১১ রান করে নাহিদের বলে স্লিপে দিয়েছেন ক্যাচ। ঠিক পরের বলেই উইকেট পেতে পারতেন নাহিদ। স্লিপে মোহাম্মদ রিজওয়ানের সহজ ক্যাচ ছেড়ে দেন সাদমান ইসলাম। শূন্য রানে জীবন পেয়ে সেই রিজওয়ান যোগ করেছেন ৩৮ রান, এখনো অপরাজিত থেকে বাংলাদেশের অস্বস্তি বাড়াচ্ছেন তিনি।

তবে সাউদ শাকিল টিকতে পারেননি। নাহিদের ওই স্পেলেই কাটা পড়েন বাঁহাতি ব্যটার। বাংলাদেশের তরুণ পেসার গতি আর বাউন্সে নাজেহাল করে কুঁকড়ে রাখেন ব্যাটারদের। তার অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে জমা পড়েন শাকিল, ১০ বলে করেন ২ রান।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago