টঙ্গীতে ৮ দফা দাবিতে বাটা সু কোম্পানি শ্রমিকদের বিক্ষোভ

চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে টঙ্গীতে বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধিসহ আট দফা দাবিতে টঙ্গীতে বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডে শ্রমিকরা বিক্ষোভ করছেন।

আজ সোমবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান করছেন।

কারখানার মেইন গেইট বন্ধ রয়েছে। গতকাল রোববার সকাল থেকে অস্থায়ী শ্রমিকরা আন্দোলন করলেও আজ স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের আন্দোলন করতে দেখা গেছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন এলাকায় সড়কের পাশে আন্দোলন করছে।

শ্রমিকরা জানায়, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পারিবারিক চিকিৎসা সুবিধা বৃদ্ধিসহ আট দফা দাবি নিয়ে আন্দোলন করছেন তারা। দাবি আদায় করার পর কাজে যোগ দেবেন বলেও জানান।

এদিকে শ্রমিক বিক্ষোভে মহাসড়কের পশ্চিম অংশে থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে।

গাজীপুর ট্রাফিকের উপপুলিশ কমিশনার অশোক কুমার বর্মণ ডেইলি স্টারকে বলেন, এসব আন্দোলনে কিছুদিন ধরেই মহাসড়কে যানচলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে।

Comments

The Daily Star  | English

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

55m ago