বৈষম্যবিরোধী আদর্শ ও মূল্যবোধে বিশ্ববিদ্যালয় পরিচালনা করব: ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ

অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আদর্শ ও মূল্যবোধ মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার কথা জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এর জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা চেয়েছেন।

নিয়াজ আহমদ আজ মঙ্গলবার তার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশে উপাচার্য বলেন, 'হাজারো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের শুভ সূচনা হলো তার ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী আদর্শ ও মূল্যবোধ মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার অভিপ্রায় ব্যক্ত করছি।'

উপাচার্য আরও বলেন, 'নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণ করলে আপনারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কিন্তু বর্তমানে আমার দায়িত্বভার গ্রহণের প্রেক্ষাপটটি একটু ভিন্ন। শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। অনেক ছাত্র-জনতা আহত অবস্থায় আহাজারি করছে। অন্যদিকে, দেশের ভয়াবহ বন্যায় লাখো মানুষ নিদারুণ দুর্ভোগের মধ্য আছেন। তাই এই মুহূর্তে ফুলসহ যে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন থেকে বিরত থাকার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা ও দোয়া-ই কাম্য।'

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সেই সঙ্গে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান ড. সায়মা হক বিদিশা (প্রশাসন) ও ড. মোহাম্মদ ইসমাইল (শিক্ষা)। আজ মঙ্গলবার কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

1h ago