পুলিশে বড় রদবদল, ২৪ জেলায় নতুন এসপি

ছবি: সংগৃহীত

বড় রদবদল হয়েছে বাংলাদেশ পুলিশে। বদলি ও পদোন্নতির মাধ্যমে ২৪ জেলায় পদায়ন করা হয়েছে নতুন পুলিশ সুপার (এসপি)।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

যে ২৪টি জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো—রংপুর, গাজীপুর, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সিগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী।

একইসঙ্গে বিভিন্ন জেলা ও দপ্তর থেকে ২৪ জন এসপিকে বদলি ও অন্যান্য দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া, দুইজন অতিরিক্ত আইজিপি (সুপারনিমারারি) ও ছয়জন ডিআইজিকেও (সুপারনিমারারি) বদলি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago