এখনো অচল ফেনীর ৭৫ শতাংশ মোবাইল টাওয়ার: বিটিআরসি

ছবি: সংগৃহীত

বন্যাকবলিত ফেনী জেলার ৭৫ শতাংশের বেশি মোবাইল ফোনের টাওয়ার সোমবার বিকেল ৫টা পর্যন্ত সময়ে অচল অবস্থায় আছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অন্যদিকে, বন্যাকবলিত ১১টি জেলায় প্রায় সাত শতাংশ মোবাইল টাওয়ার এখন অচল।

১৪ হাজার ৫৫১টি টাওয়ারের মধ্যে এক হাজার আটটি বর্তমানে অচল, যেগুলোর অবস্থান বন্যাকবলিত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজারে।

বিটিআরসি জানিয়েছে, তারা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মোবাইল টাওয়ারগুলোর কার্যক্রম পুনরায় শুরু করার চেষ্টা করছে।

তারা আরও জানায়, নেটওয়ার্ক পুনরুদ্ধার কাজ ত্বরান্বিত করতে মোবাইল অপারেটর রবি এবং টাওয়ার অপারেটর সামিট ও ইডটকোর সঙ্গে সমন্বয় করে ফেনীর ফুলগাজী উপজেলায় দুটি স্পিডবোট পাঠানো হয়েছে।

এ ছাড়াও নেটওয়ার্ক সেবা দ্রুত পুনরুদ্ধারের লক্ষ্যে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি এবং টাওয়ার অপারেটর সামিট ও ইডটকোর সঙ্গে আরও দুটি স্পিডবোট পাঠানো হয়েছে সোনাগাজী উপজেলাতেও।

ছাগলনাইয়া উপজেলার জন্যও গ্রামীণফোন, সামিট ও ইডটকোর সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক পুনরুদ্ধার কার্যক্রমে দুটি স্পিডবোট বরাদ্দ দেওয়া হয়েছে।

ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য মোবাইল অপারেটর বাংলালিংককে গাড়ি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিটিআরসি।


 

Comments

The Daily Star  | English