ইউক্রেনের হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সকর্মী নিহত, আহত ২
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন বার্তাসংস্থা রয়টার্সের এক কর্মী। যুক্তরাজ্যের নাগরিক রায়ান ইভান্স সেখানে রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।
আজ সোমবার রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
এই হামলায় রয়টার্সের আরও দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন ক্রামাতোরস্ক শহরের স্যাফায়ার হোটেলে ইভান্স ও আরও পাঁচ রয়টার্সকর্মী অবস্থান করছিলেন। শহরটি কিয়েভের নিয়ন্ত্রণে থাকলেও এটি যুদ্ধক্ষেত্রের খুবই কাছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। রাশিয়া এ বিষয়ক কোনো মন্তব্য করেনি।
এক বিবৃতিতে রয়টার্সের মুখপাত্র জানান, ইভান্সের মৃত্যুতে বার্তাসংস্থাটিতে শকের ছায়া নেমে এসেছে।
বিবৃতিতে বলা হয়, 'আমরা এই হামলার বিষয়ে আরও তথ্য জানার জন্য কাজ করছি। এ বিষয়ে আমরা ক্রামাতোরস্কের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং একইসঙ্গে আমাদের সহকর্মী ও তাদের পরিবারকে সহায়তা দিচ্ছি।'
বিবৃতিতে আরও জানানো হয়, এই হামলার আরও দুইজন কর্মী আহত হয়েছেন। একজনের আঘাত গুরুতর এবং তিনি হাসপাতালে আছেন।
ইউক্রেন পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ এ ইভান্সের (৪০) মরদেহ হোটেলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ১৯ ঘণ্টা খোঁজাখুঁজির পর ইভান্সের মরদেহ পাওয়া যায়।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শোক প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলায় হোটেলের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়েছে।
ইউক্রেনের সরকারি কৌঁসুলির দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে জানান গেছে, হোটেলটি সম্ভবত স্বল্প পাল্লার ইসকান্দার-এম ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।
২০২২ এর ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর রুশ অধিকৃত অঞ্চল থেকে মাত্র ২০ কিমি দূরে অবস্থিত ক্রামাতোরস্ক নিয়মিত হামলার শিকার হয়েছে।
প্রখ্যাত ইউক্রেনীয় লেখক ভিক্টোরিয়া আমেলিনাসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক এসব হামলায় নিহত হয়েছেন।
দীর্ঘদিন ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলে আগাচ্ছে রাশিয়া। তাদের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যই ইউক্রেন সম্প্রতি দক্ষিণের কুরস্ক অঞ্চলে অপ্রত্যাশিত অভিযান শুরু করেছে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।
Comments