রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান সড়ক উপদেষ্টার

আজ রোববার আগারগাঁও থেকে মেট্রোরেলে চড়ে সচিবালয় স্টেশনে আসেন সড়ক উপদেষ্টা। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রোববার আগারগাঁও থেকে মেট্রোরেলে চড়ে সচিবালয় স্টেশনে আসেন সড়ক উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

নিয়মিত যাত্রীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ দিয়ে ফাওজুল কবির খান বলেন, 'মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কার করা হবে এবং এ ব্যাপারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে।'

এর পাশাপাশি মেট্রোরেলের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এটিকে 'এসেনশিয়াল সার্ভিস' হিসেবে ঘোষণা করা এবং এর কেপিআই আপডেট করার ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা।

ফাওজুল কবির খান বলেন, 'এ সরকার দুর্বল নয়; ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল এ সরকার।'

এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব ধরনের অন্যায়-অবিচারের বিচার, দুর্নীতি ও বিভিন্ন খাতের বৈষম্য রোধে বর্তমান সরকারকে ন্যূনতম সময় দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান সড়ক উপদেষ্টা।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Manmohan Singh passes away at 92

Former Indian prime minister Manmohan Singh, the architect of India's economic reforms, passed away in New Delhi last night. He was 92.

1h ago