বন্যায় অন্তত ৩ জনের মৃত্যু, পানিবন্দি সাড়ে ৪ লাখ পরিবার
বন্যায় সারাদেশে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, কক্সবাজারে অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন।
বন্যায় দেশের আট জেলার ৩৫৭ ইউনিয়নের সাড়ে চার লাখ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
কক্সবাজারে বন্যায় অন্তত একজনের মৃত্যু, নিখোঁজ ২
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। আকস্মিক এই বন্যায় রামুতে অন্তত একজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ হয়েছেন।
মারা যাওয়া ব্যক্তি হলেন ঈদগাঁও ইউনিয়নের বাদ্যপাড়ার কোচিন রাখাইন (৫০)। আর নিখোঁজ দুইজন হলেন—রামুর পূর্বজুমছড়ি গ্রামের ছায়েদ হোসেনের ছেলে আমজাদ হোসেন (২২) ও সালেহ আহমদের ছেলে রবিউল আলম (৩৫)।
বন্যায় পানিতে ভেসে গিয়ে আমজাদ ও রবিউলের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কাশিম। আর কোচিনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশিদুল ইসলাম।
তিনি আরও জানান, বন্যায় রামুতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
ঈদগাঁওয়ের ইউএনও সুবল চাকমা জানান, ওই উপজেলায় ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বরে ধারণা করা হচ্ছে।
বন্যায় কক্সবাজারে ট্রেন চলাচল বন্ধ
বন্যায় বিভিন্ন স্থানে রেললাইন তলিয়ে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার ট্রেন যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।
কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, ফেনীতে রেললাইন ডুবে যাওয়ায় আজ বৃহস্পতিবার তারা কক্সবাজার থেকে রেল চলাচল স্থগিত করেছেন।
৮ জেলায় পানিবন্দি প্রায় সাড়ে ৪ লাখ পরিবার
দেশের আটটি জেলা বন্যাকবলিত এবং এসব জেলার প্রায় সাড়ে চার লাখ পরিবার বন্যায় পানিবন্দি হয়ে আছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।
তিনি আরও জানান, এই আট জেলার মধ্যে ৫০টি উপজেলা প্লাবিত হয়েছে এবং ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আটটি জেলায় চার লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি অবস্থায় আছে। ক্ষতিগ্রস্ত মানুষ ২৯ লাখ চার হাজার ৯৬৪ জন।
ফেনী-ব্রাহ্মণবাড়িয়ায় দুই জনের মৃত্যু
আকস্মিক বন্যায় ফেনীতে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা।
Comments