বিচ্ছেদ হচ্ছে জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেকের

হলিউডে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ফাইল ছবি: এএফপি
হলিউডে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ফাইল ছবি: এএফপি

বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই চলছিল গুঞ্জন। অবশেষে তা সত্যি হয়েছে। ঘর ভাঙছে হলিউডের আলোচিত তারকা দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। বিয়ের মাত্র দুই বছরের মাথায় বিচ্ছেদের আবেদন করেছেন লোপেজ।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

গতকাল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেন অভিনেতা ও পপ তারকা জেনিফার।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।

জেনিফারের প্রতিনিধি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। বেনের মুখপাত্র তাৎক্ষনিকভাবে এএফপির মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

২০২১ সালে ভেনিসে বেনিফার দম্পতি। ফাইল ছবি: এএফপি
২০২১ সালে ভেনিসে বেনিফার দম্পতি। ফাইল ছবি: এএফপি

সাবেক পপ তারকা থেকে অভিনেত্রী হয়ে ওঠা জেনিফারের (৫৫) এটি চতুর্থ এবং অস্কার বিজয়ী অভিনেতা-পরিচালক বেনের (৫২) দ্বিতীয় বিয়ে।

২০০২ সালে 'গিগলি' সিনেমার শুটিংয়ের সময় বেনের সঙ্গে জেনিফারের পরিচয় হয়। সিনেমাটি দুর্বল অভিনয় ও স্ক্রিপ্টের জন্য ব্যাপক সমালোচিত হয়।

সে সময় তাদের প্রেম নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারা ছিলেন হলিউডের সবচেয়ে আলোচিত জুটির মধ্যে অন্যতম। এক ট্যাবলয়েড পত্রিকা এই যুগলকে 'বেনিফার' (বেন অ্যান্ড জেনিফার) নামে অভিহিত করে, যা বেশ জনপ্রিয় হয়।

এরপর ২০০৩ সালে তাদের বাগদান হয়। তবে এর পরের বছর তাদের সম্পর্ক ভেঙে যায়।

২০২১ সালের এপ্রিলে আবার তাদের প্রেমের খবর পাওয়া যায়।

২০২১ সালে ভেনিসে বেনিফার দম্পতি। ফাইল ছবি: এএফপি
২০২১ সালে ভেনিসে বেনিফার দম্পতি। ফাইল ছবি: এএফপি

এ সময় এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, 'আমরা যে দ্বিতীয় সুযোগটি পেয়েছি, তা নিঃসন্দেহে একটি অসাধারণ ভালোবাসার গল্প।'

২০২২ সালের ১৬ জুলাই প্রথম বাগদান ভাঙার ১৭ বছর পর বিয়ে করেন বেন ও জেনিফার।

বিয়ের পর জেনিফার লোপেজ নিজের ওয়েবসাইটে লেখেন, 'বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছর পর আমাদের ভালোবাসা পরিণতি পেল।'

বিয়ের পর একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত 'বেনিফার' জুটিকে।

গত বছর ৬০ মিলিয়ন ডলার খরচ করে দুইজন যৌথ মালিকানায় লস অ্যাঞ্জেলসে একটি বাড়ি কেনেন।

সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবে দেখা যায় তাদের।

এর পর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সেটা বরাবরই অস্বীকার করেছেন জে'লো নামেও পরিচিত জেনিফার।

ভক্তরা লক্ষ্য করেন, কয়েক মাস আগে বেনকে ছাড়াই ৫৫তম জন্মদিন পালন করেছেন জেনিফার লোপেজ। মার্কিন বিনোদন সংবাদমাধ্যম টিএমজি বলেছে, তারা তাদের দুইজনের নামে কেনা বাড়িটি বিক্রি করে দিয়েছেন এবং বেন অ্যাফ্লেক আলাদা বাসা ভাড়া নিয়েছেন।

২০২৩ সালে হলিউডে ফ্ল্যাশ সিনেমার প্রিমিয়ারে বেনিফার দম্পতি। ফাইল ছবি: এএফপি
২০২৩ সালে হলিউডে ফ্ল্যাশ সিনেমার প্রিমিয়ারে বেনিফার দম্পতি। ফাইল ছবি: এএফপি

পিপল ম্যাগাজিন বলেছে, তাদের সম্পর্কে টানাপড়েনের মূল কারণ 'তারকা' জীবন সম্পর্কে দুইজনের দৃষ্টিভঙ্গীতে আকাশ-পাতাল তফাৎ।

পত্রিকাটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, 'জেনিফার তার ভক্ত ও সারা দুনিয়ার কাছে নিজেকে উজাড় করে দিতে চান। তাদেরকে নিজের মনের কথাগুলো বলতে চান।'

'অপরদিকে, বেন অন্তর্মুখি ও নিজের মতো করে জীবনযাপনের দর্শনে বিশ্বাসী। এ কারণে এই দম্পতির দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠে', যোগ করেন তিনি।

টিএমজি জানিয়েছে, নথিতে বিচ্ছেদের আনুষ্ঠানিক দিন হিসেবে ২৬ এপ্রিল, ২০২৪ কে উল্লেখ করা হয়েছে।

কিছুদিন আগেই পূর্বনির্ধারিত সামার কনসার্ট বাতিল করেন লোপেজ। তখনই প্রচার হয় যে, সম্পর্ক নিয়ে জটিলতার কারণেই কনসার্ট বাতিল করেছেন তিনি। যদিও বিবৃতিতে লোপেজ বলেছিলেন, পরিবারকে সময় দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২১ সালে ভেনিসে বেনিফার দম্পতি। ফাইল ছবি: এএফপি
২০২১ সালে ভেনিসে বেনিফার দম্পতি। ফাইল ছবি: এএফপি

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।

Comments

The Daily Star  | English

65% of suicide victims among students are teenagers: survey

At least 310 students from schools, colleges, universities and madrasas died by suicide last year

3h ago