লিয়াম পেইনকে হারানোর শোক ভুলতে পারছেন না ওয়ান ডিরেকশন সদস্যরা

লিয়াম পেইনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন ভক্তরা। ছবি: রয়টার্স
লিয়াম পেইন। ফাইল ছবি: রয়টার্স

জনপ্রিয় পপ ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্যরা লিয়াম পেইনের (৩১) মৃত্যুতে শোকাভিভূত হয়েছেন। লিয়ামকে হারানোর দুঃখ ভুলতে পারছেন না তারা। 

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের একটি হোটেলের চার তলার বারান্দা থেকে পড়ে যেয়ে মারা গেছেন লিয়াম।

যা বললেন ওয়ান ডিরেকশনের সদস্যরা

এক অনুষ্ঠানে ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্যরা। ফাইল ছবি: রয়টার্স
এক অনুষ্ঠানে ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্যরা। ফাইল ছবি: রয়টার্স

ওয়ান ডিরেকশনের সদস্য নিয়াল হোরান, হ্যারি স্টাইলস, লুইস টমলিনসন ও জেইন মালিক সামাজিক মাধ্যমে বলেন, 'লিয়ামের মৃত্যুসংবাদে আমরা শোকাভিভূত। যখন আমরা একটু ধাতস্থ হতে পারব, তখন আরও কিছু কথা বলব।'

যৌথ বক্তব্যে তারা বলেন, 'আপাতত, আমরা শোক পালন করব এবং আমাদের 'ভাইয়ের' মৃত্যুর বিষয়টি মেনে নেওয়ার চেষ্টা করব। তাকে আমরা সবাই ভালবাসতাম।'

নিজের ইনস্টাগ্রাম পেইজে আলাদা করে স্টাইলস বলেন, লিয়ামের জীবনে 'সবচেয়ে আনন্দের বিষয়টি ছিল অন্যদের খুশি করতে পারা।'

তিনি বলেন, 'যে বছরগুলো আমরা একত্রে কাটিয়েছি, সেগুলো আমার জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হিসেবে টিকে থাকবে আজীবন। আমার প্রিয় বন্ধুটিকে আম সব সময়ই মিস করব।'

টমলিনসন বলেন, 'লিয়ামের মত একজন সহৃদয় ভাইকেই খুঁজেছিলাম সারা জীবন।'

'আমার মতে, ওয়ান ডিরেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন লিয়াম', ইনস্টাগ্রামে লেখেন তিনি।

'তার অভিজ্ঞতা, নিখুঁত বচন, সংগীত মঞ্চে তার উপস্থিতি, গীতিকার হিসেবে তার অসামান্য দক্ষতা—এই তালিকার কোনো শেষ নেই। আমাদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার জন্য ধন্যবাদ, লিয়াম'।

লিয়ামের পরিবারের সদস্যরা জানান, তাদের 'হৃদয় ভেঙে গেছে।'

সংগীতাঙ্গনে শোক

লিয়াম পেইনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন ভক্তরা। ছবি: রয়টার্স
লিয়াম পেইনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন ভক্তরা। ছবি: রয়টার্স

লিয়ামের অকাল প্রয়াণে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গায়ক, গায়িকা, ব্যান্ড ও ভক্তরা শোক প্রকাশ করছেন ।

পপ তারকা রিতা ওরা তার কনসার্ট গান গাওয়া বন্ধ করে বলেন, 'আমি আর গাইতে পারছি না'।

এনসিঙ্ক জানিয়েছে, তাদের ব্যান্ডের সদস্যরা 'অত্যন্ত মর্মাহত।'

যুক্তরাজ্যের এই গায়কের প্রতি সম্মান জানিয়েছে ব্যাকস্ট্রিট বয়েজ, রোলিং স্টোনসের গিটারিস্ট রনি উডসহ আরও অনেকেই।

ময়না তদন্তের প্রতিবেদন

এই হোটেলেই লিয়ামের মরদেহ খুঁজে পাওয়া গেছে। ছবি: রয়টার্স
এই হোটেলেই লিয়ামের মরদেহ খুঁজে পাওয়া গেছে। ছবি: রয়টার্স

ময়না তদন্তের প্রতিবেদনে জানা গেছে, বুধবার বারান্দা থেকে পড়ে যাওয়ার সময় লিয়াম 'অচেতন বা আধা-সচেতন ছিলেন।'

বুয়েনস এইরেসের কাসা সুর হোটেলের চতুর্থ তলার একটি কক্ষে অবস্থান করছিলেন লিয়াম। এই কক্ষের সঙ্গে একটি বারান্দা যুক্ত ছিল। মাটি থেকে এই কক্ষের উচ্চতা প্রায় ৪৫ ফুট।

ময়না তদন্তে প্রকাশ পেয়েছে, মৃত্যুর সময় একাই ছিলেন লিয়াম।

কৌসুলিরা বলেন, 'তিনি মাদকজাতীয় দ্রব্য গ্রহণ করছিলেন।'

তারা জানান, 'তিনি একাধিক আঘাত পান। তার দেহের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ হয়েছিল।'

কৌসুলিরা আরও জানান, লিয়ামের কক্ষ থেকে মদ ও মাদক জব্দ করা হয়েছে। ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিস ভাঙচুর করা হয়েছিল।

মৃত্যুর আগে যেমন চলছিল লিয়ামের জীবন

এক অনুষ্ঠানে ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্যরা। ফাইল ছবি: রয়টার্স
এক অনুষ্ঠানে ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্যরা। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের টিভি অনুষ্ঠান 'এক্স ফ্যাক্টরে' পরিবেশনার মাধ্যমে ২০১০ সালে ওয়ান ডিরেকশনের যাত্রা শুরু হয়।

অল্প সময়ের মধ্যে তারা বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় পপ ব্যান্ডে পরিণত হয়।

২০১৬ সালে জেইন মালিক ব্যান্ড ছেড়ে যায়। তবে তখন বলা হয়েছিল, ব্যান্ড সদস্যরা বিরতি নিচ্ছেন। কিন্তু পরবর্তীতে সদস্যরা ব্যান্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন।

লিয়াম পেইনের প্রথম একক গান 'স্ট্রিপ দ্যাট ডাউন' যুক্তরাজ্যের চার্টে তিন নং অবস্থান পায়।

২০২৩ সালে এক ভিডিওতে তিনি জানান, মদপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন।

তবে সাম্প্রতিক বছরগুলোতে লিয়াম মদে আসক্তি ও অল্প বয়সে খ্যাতিমান হওয়ার মানসিক সংগ্রাম নিয়ে একাধিকবার বক্তব্য দেন।

২০২৩ সালে এক ভিডিওতে তিনি জানান, মদপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন।

'আমি আজকাল নিজেকেই চিনতে পারি না', বলেন তিনি।

বুধবার তিনি স্ন্যাপচ্যাটে  আর্জেন্টিনা সফর নিয়ে পোস্ট করেন। এটাই জীবিত অবস্থায় তার শেষ ভিডিও। 

ভিডিওতে তিনি ঘোড়ায় চড়া, পোলো খেলা ও বাড়িতে ফিরে তার পোষা কুকুরকে দেখার জন্য অপেক্ষার বিষয়ে কথা বলেন।

''আজ আর্জেন্টিনায় একটি অসাধারণ দিন কাটাচ্ছি', ভিডিওতে বলেন লিয়াম।

Comments

The Daily Star  | English

Teknaf customs in limbo as 19 mt of rice, authorised by AA, reaches port

The consignment of rice weighing 19 metric tonnes arrived at Teknaf land port on Tuesday evening with the documents sealed and signed by the Arakan Army

5h ago