ইরানে বাস দুর্ঘটনায় ৩৫ পাকিস্তানি নিহত

ইরানের ইয়াজদ শহরে বাস দুর্ঘটনায় ৩৫ পাকিস্তানি নিহত। ছবি: ডন
ইরানের ইয়াজদ শহরে বাস দুর্ঘটনায় ৩৫ পাকিস্তানি নিহত। ছবি: ডন

ইরানের ইয়াজদ শহরে বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ পাকিস্তানি নিহত হয়েছেন। আরও ১৫ জন গুরুতর আঘাত পেয়েছেন।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিওটিভি।

যাত্রীরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছিলেন।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা শহর ভিত্তিক শান্তি কমিটির সদস্য মওলানা কামার আব্বাস নাকভি জানান, ঘটনাস্থলেই অন্তত ৩০ জন নিহত হন। বাকি পাঁচজন হাসপাতালে ভর্তির পর প্রাণ হারিয়েছেন।

অপরদিকে, ইরানের মেহের সংবাদ সংস্থা জানিয়েছে, এই দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য শহরের সব হাসপাতালকে বার্তা দেওয়া হয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, তাফতান-দেহশির চেকপয়েন্টের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় এবং এতে আগুন ধরে যায়।

বাসে মোট ৫৩ জন যাত্রী ছিল। গতকাল দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।

জিও টিভিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের শহর লারকানার অধিবাসী ও ইরানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কিউওএম সেমিনারির শিক্ষার্থী মওলানা শাহ মুরাদ শরিফী বলেন, দুইটি বাস সেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছিল। প্রতিটি বাসে ৫২ জন করে যাত্রী ছিলেন।

তিনি উল্লেখ করেন, পাঁচ-ছয় জন সৌভাগ্যবান যাত্রী সামান্য আঘাত পেয়েছে। বাকিরা সবাই নিহত অথবা আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি আছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে শরিফী বলেন, তিনি শুনেছেন দুর্ঘটনার আগে বাসের ব্রেক ফেল করেছিল।

 

Comments

The Daily Star  | English

Sufferings mount as road blockades paralyse capital

People from all walks of life -- including patients, elderly -- suffer as demonstrations continue in Shyamoli, Mohakhali

27m ago