পদত্যাগ করলেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ

সত্য প্রসাদ মজুমদার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার পদত্যাগ করেছেন। তিনি আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের পেছনে 'ব্যক্তিগত কারণ' দেখিয়েছেন তিনি।

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার গত ৩ জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুই মাসেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন তিনি।

সত্য প্রসাদ মজুমদার ২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে বুয়েটের ১৪তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মেয়াদ শেষ হওয়ার পরে, সত্য প্রসাদ মজুমদার আরও চার বছরের জন্য পুনর্নিয়োগ পান।

তিনি এর আগে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং একই অনুষদের ডিন ছিলেন।

তিনি ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ছিলেন।

Comments

The Daily Star  | English

Bhorer Kagoj announces closure

The major Bangla daily went to print on February 15, 1992 from Dhaka

46m ago