আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার

রানওয়ে থেকে ফেরানো উড়োজাহাজ থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান আটক
জিয়াউল আহসান | ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিয়াউল আহসান বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রয়েছেন।

ডিএমপি থেকে এক বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয়। 

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।

তিনি ২০০৯ সালের র‌্যাব-২ এর সহঅধিনায়ক হন। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।

 

Comments