ধানমন্ডি ৩২: হ্যান্ড মাইকে ঘোষণা ‘ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না’

ধানমন্ডি ৩২-এর সামনে পতাকা হাতে ছাত্র-জনতার অবস্থান। ছবি: রাশেদ সুমন/স্টার

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দায়িত্বরত সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্র-জনতার বিরুদ্ধে। 

সেখানে হ্যান্ড মাইকে সাংবাদিকদের ছবি না তুলতে এবং ভিডিও না করতে নিষেধ করা হচ্ছে। 

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সাংবাদিকদের পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আশপাশের বাসিন্দাদেরও ছবি-ভিডিও না তুলতে হ্যান্ড মাইকে ঘোষণা করা হচ্ছে। 

সকাল থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় গিয়ে ছাত্র-জনতার রোষানলে পড়েন সাংবাদিকরা। কেউ কেউ লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন। 

আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটে। 

ধানমন্ডি ৩২ এ ছাত্র-জনতার অবস্থানের ছবি তোলার চেষ্টা করেন ডেইলি স্টারের প্রতিবেদক। তখন তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করতে বাধ্য করা হয়।

 

Comments