ধানমন্ডি ৩২: ১৬ জনকে পুলিশে সোপর্দ

তাদের মধ্যে কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে।
ধানমন্ডি ৩২-এ ছাত্র-জনতার অবস্থান। ছবি: রাশেদ সুমন/স্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি-৩২ নম্বরে যাচ্ছেন—এমন সন্দেহে অন্তত ১৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তাদের মধ্যে কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেখানে বিক্ষোভরত ছাত্র-জনতা এই ১৬ জনকে পুলিশে সোপর্দ করে বলে জানান তিনি।

ওসি বলেন, 'তাদের মধ্যে কয়েকজন আহত হওয়ায় চিকিৎসার প্রয়োজন ছিল। কেউ এখনো কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।'

ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার ৪৯তম বার্ষিকীতে গতকাল রাত থেকেই ওই এলাকায় অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। সেখানে যারাই শ্রদ্ধা জানাতে যাচ্ছেন তাদের ওপরই হামলা করা হচ্ছে এবং আটকে রাখা হচ্ছে।

ছাত্র-জনতার অভিযোগ, আগস্ট মাসে আওয়ামী লীগ নেতারা প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করছে।

Comments

The Daily Star  | English
PM Sheikh Hasina

Govt to seek extradition of Hasina

Prosecutors of the International Crimes Tribunal have already been appointed and the authorities have made other visible progress for the trial of the ones accused of crimes against humanity during the July students protest

42m ago