ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ হলো পাবিপ্রবিতে, শীর্ষ পদে রদবদল

পাবিপ্রবি

এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে ক্যাম্পাসে পেশাজীবীদের সংগঠনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১১ (১২) আনুযায়ি সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং পেশাজীবী সংগঠন বন্ধ করা হলো। বিজ্ঞপ্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে রাজনিতিমুক্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ২৪ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালুর সিদ্ধান্ত হয়।

এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি এস এম মোস্তফা কামাল ও কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন পদত্যাগ করেন। তারা শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পদত্যাগের কপি দেন।

পরদিন প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা পদে ব্যাপক রদবদল করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান প্রকটর কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেন, পরিবহন প্রশাসক রাহিদুল ইসলাম ও ডরমিটরি প্রশাসক আকরাম হোসেনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে ড. ইমরান হোসেন, পরিবহন প্রশাসক পদে প্রফেসর মো. কামরুজ্জামান এবং ডরমিটরি প্রশাসক পদে আরিফ ওবাইদুল্লাহ দায়িত্ব পেয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রকটর পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

Comments

The Daily Star  | English

Fulfilling sky-high expectations Yunus govt’s key challenge

Says ICG report on completion of interim govt’s 100 days in office

2h ago