তুরস্কে লিফট কিনতে যাওয়ার সফর স্থগিত করেছে পাবিপ্রবি প্রশাসন

পাবিপ্রবি, পাবনা, তুরস্ক,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন নতুন ভবন। ছবি: স্টার

লিফট কিনতে ৬ সদস্যের প্রতিনিধি দলের তুরস্ক সফর স্থগিত করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শুক্রবার বিকেলে মোবাইল ফোনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির নির্দেশে পাবিপ্রবি প্রশাসন প্রতিনিধি দলের সফর স্থগিত করার সিন্ধান্ত নিয়েছে। শুক্রবার বিকেলে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ ছুটির দিন বলে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করতে পারেনি। অফিসের কার্যক্রম শুরু হলে বিজ্ঞপ্তি জারি করা হবে।'

এর আগে, নির্মাণাধীন নতুন ভবনের জন্য লিফট কিনতে ৬ সদস্যের প্রতিনিধি দলের তুরস্কে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) প্রকৌশলী লে. কর্নেল (অব.) জিএম আজিজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছিল, 'বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, বিশবিদ্যালয়ের প্রকৌশলী ফরিদ আহমেদ, উপপ্রকৌশলী রিপন আলী, জিয়াউল আবেদীন ও প্রকল্প পরিচালক জিএম আজিজুর রহমান চলমান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শীর্ষক প্রকল্পের বিভিন্ন স্থাপনার লিফট সংগ্রহের জন্য গঠিত প্রাক-জাহাজিকরণ পরিদর্শন দল তুরস্ক ভ্রমণ করবেন।'

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

25m ago