বিএফআইইউ প্রধান, ব্যাংকিং উপদেষ্টা ও ডেপুটি গভর্নরের পদত্যাগ

অর্থনৈতিক অগ্রাধিকার
অলঙ্করণ: স্টার ডিজিটাল গ্রাফিক্স

বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, ব্যাংকিং পলিসি অ্যাডভাইজার আবু ফরাহ মোহাম্মদ নাসের, দুই ডেপুটি গভর্নর খুরশীদ আলম ও কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন।

আজ সোমবার তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago