আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের বিক্ষোভ

আইএফআইসি ব্যাংক, আইএফআইসিতে বিক্ষোভ, সালমান এফ রহমান,
আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।

আজ রোববার সকাল দশটার দিকে এ বিক্ষোভ শুরু হয়। 

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করেন।

ব্যাংকটির চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ারের শাস্তির দাবি জানান তারা।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago