সারা দেশে ৩৬১ থানার কার্যক্রম চালু

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা। ছবি: স্টার

সারা দেশে ৩৬১টি থানার কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টি, মোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেলে নিরাপত্তা আতঙ্কে অনেক থানার পুলিশ সদস্যরা কাজে যোগ দেননি কিংবা থানা ছেড়ে চলে যান। এরপর থেকে সেসব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে অনেক প্রাণহানি ঘটে, এর ফলে জনগণের ক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব থেকে বিরত থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় পুলিশ সদস্যসহ ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch a party by next Feb

Student leaders who spearheaded the July-August mass uprising are planning to launch a political party by early February 2025 and contest the next general election.

8h ago