দেশে ১১টি বাদে সব থানার কার্যক্রম শুরু

দেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টির কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

নন-অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ অন্যান্য সব সরঞ্জামা ধ্বংস হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এই ১১টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

Comments

The Daily Star  | English

When students become guinea pigs

Shifting education policy belies thoughtless experiment

31m ago