‘সর্বোচ্চ আদালতের পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠন করেছেন’

গতকাল বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: আনিসুর রহমান/স্টার

অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়েছে।'

রেজিস্ট্রার জেনারেল আরও জানান, মতামত পাওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করেন এবং গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান।

তিনি বলেন, 'রাষ্ট্রপতির মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রেফারেন্স পাঠানোর পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালতের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।'

বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন-বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া বলেন, 'আপিল বিভাগের মতামতের ছিল, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠন করতে পারেন, কারণ এখন সংসদ নেই এবং প্রধানমন্ত্রী ইতোমধ্যে পদত্যাগ করেছেন।'

তিনি আরও বলেন, আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে এ মতামত দেন।

ওই অনুচ্ছেদে বলা হয়, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে, আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, যা এমন ধরনের ও এমন জনগুরুত্বসম্পন্ন যে, সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া প্রয়োজন, তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য পাঠাতে পারবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জানাতে পারবেন।

রেজিস্ট্রার জেনারেল বলেন, 'সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান না থাকায়, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চেয়ে রেফারেন্স পাঠিয়েছেন।'

তবে রাষ্ট্রপতিকে মতামত জানাতে আপিল বিভাগের বিচারপতিরা সশরীরে নাকি ভার্চুয়াল বেঞ্চে বসেছিলেন, তা স্পষ্ট করেননি তিনি।

গতকাল সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ ছিল।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

1h ago