সরাসরি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

শপথ নিচ্ছেন ড. ইউনূস। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারের উপদেষ্টা হিসেবে আছেন ১৬ জন।

আজ বৃহস্পতিবার রাতে তারা শপথ নেন বঙ্গভবনে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ বাকি উপদেষ্টারা।

শপথ নেওয়া বাকি উপদেষ্টারা হলেন—সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আ ফ ম খালিদ হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে ঢাকার বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি ফারুক-ই-আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা।

০৮ আগস্ট ২০২৪
০৯:২১ অপরাহ্ন

শপথ নিলেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার রাতে ৯টা ২০ মিনিটের দিকে তিনি শপথ নেন।

বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বঙ্গভবনে পৌঁছান ড. ইউনূস।

০৮ আগস্ট ২০২৪
০৯:১৩ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান শুরু

বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার পর এই অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শপথ বাক্য পাঠ করানোর জন্য সেখানে আছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

০৮ আগস্ট ২০২৪
০৮:৪৮ অপরাহ্ন

বঙ্গভবনে ড. ইউনূস

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে রাত ৮টা ৪৫ মিনিটে বঙ্গভবনে পৌঁছেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রাত ৯টায় শপথ অনুষ্ঠান শুরু হবে।

০৮ আগস্ট ২০২৪
০৮:৩৪ অপরাহ্ন

শপথ অনুষ্ঠানে আছেন যারা

ছবি: স্টার

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাজ্য, চীন, জাপান, ইরান, আর্জেন্টিনা, ফিলিস্তিন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসসহ আরও কিছু দেশের কূটনীতিকরা উপস্থিত আছেন।

বিএনপি নেতাদের মধ্যে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, ব্যারিস্টার কায়সার কামাল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খাইরুল কবীর খোকন, সুলতান সালাউদ্দিন টুকু, তাবিথ আউয়াল ও মিজানুর রহমান মিনু।

বামপন্থি দলের নেতাদের মধ্যে আছেন মোজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স ও জোনায়েদ সাকি।

এ ছাড়াও আছেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না ও নূরুল হক নূর।

জামায়াতের আমির শফিকুর রহমানও আছেন। তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি।

অনুষ্ঠানে প্রায় সব মন্ত্রণালয়ের সচিবও উপস্থিত আছেন।

০৮ আগস্ট ২০২৪
০৮:০৫ অপরাহ্ন

বঙ্গভবনের পথে ড. ইউনূস

শপথ নিতে গুলশানের বাসভবন থেকে রাত ৮টার দিকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

০৮ আগস্ট ২০২৪
০৭:৪১ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টা

১। সালেহ উদ্দিন আহমেদ

২। ড. আসিফ নজরুল

৩। আদিলুর রহমান খান

৪। হাসান আরিফ

৫। তৌহিদ হোসেন

৬। সৈয়দা রিজওয়ানা হাসান

৭। শারমিন মুরশিদ

৮। ফারুক–ই–আজম

৯। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

১০। সুপ্রদীপ চাকমা

১১। বিধান রঞ্জন রায়

১২। আ ফ ম খালিদ হোসেন

১৩। ফরিদা আখতার

১৪। নুরজাহান বেগম

১৫। মো. নাহিদ ইসলাম

১৬। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

০৮ আগস্ট ২০২৪
০৭:৪২ অপরাহ্ন

সাড়ে ৮টায় শপথ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদের শপথ গ্রহণ আজ রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।

বঙ্গভবনের প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করেছে।

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

42m ago