অন্তবর্তীকালীন সরকারে কোন মন্ত্রণালয় কার দায়িত্বে

আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন।

আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। আজ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হলো।

দেখে নেওয়া যাক কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন—

#প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস—মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্ৰণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

#সালেহ উদ্দিন আহমেদ—অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়।

#ড. আসিফ নজরুল—আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

#আদিলুর রহমান খান—শিল্প মন্ত্রণালয়।

#হাসান আরিফ—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

#মো. তৌহিদ হোসেন—পররাষ্ট্র মন্ত্রণালয়।

#সৈয়দা রিজওয়ানা হাসান—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

#শারমীন এস মুরশিদ—সমাজকল্যান মন্ত্রণালয়।

#ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

#ড. আ. ফ. ম. খালিদ হোসেন—ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

#ফরিদা আখতার—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

#নূরজাহান বেগম—স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

#মো. নাহিদ ইসলাম—ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

#আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

 

Comments

The Daily Star  | English
PM Sheikh Hasina

Govt to seek extradition of Hasina

Prosecutors of the International Crimes Tribunal have already been appointed and the authorities have made other visible progress for the trial of the ones accused of crimes against humanity during the July students protest

1h ago