ড. ইউনূসের নেতৃত্ব দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ভাবছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার গতকাল বুধবার এ কথা জানান।

ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে মিলার বলেন, 'গতকাল (মঙ্গলবার) আপনারা পররাষ্ট্রমন্ত্রীকে (অ্যান্টনি ব্লিঙ্কেন) বলতে শুনেছেন, গণতন্ত্রের মূলনীতি, আইনের শাসন ও বাংলাদেশি জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে (বাংলাদেশের) অন্তর্বর্তীকালীন সরকারকে সকল সিদ্ধান্ত নিতে হবে।'

গণবিক্ষোভের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তিন দিন পর আজ সন্ধ্যায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। 

মিলার জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখবে।

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা আপাতত ভারতে অবস্থান করছেন। তবে তারা তৃতীয় কোনো দেশে আশ্রয় প্রার্থনা করতে পারেন।

এই দেশ তরুণদের গড়তে হবে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পলাশ খান/স্টার

কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ভিসা সংক্রান্ত নথি অত্যন্ত গোপনীয়। এ কারণে তিনি কোনোভাবেই এ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে পারছেন না।

সাবেক প্রধানমন্ত্রীর সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য সম্পর্কে মিলারকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

'আমি ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে আগামীতে কি কি উদ্যোগ প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র, সেটাও জানিয়েছি', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

12h ago