ব্যারিকেড ভেঙে শাহবাগে হাজারো ছাত্র-জনতার অবস্থান

রোববার দুপুরে শাহবাগে আন্দোলনকারীদের জমায়েত। ছবি: আনিসুর রহমান/স্টার

কারফিউয়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আহূত 'মার্চ টু ঢাকা' কর্মসূচির সমর্থনে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন হাজারো ছাত্র-জনতা।

আজ সোমবার দুপুর ১টার দিকে আজিজ মার্কেট ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটের দিক থেকে কয়েক হাজার মানুষের দুটি বড় মিছিল পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে আবস্থান নেন।

কিছুক্ষণ পর টিএসসির দিক থেকে আরও একটি বড় মিছিল শাহবাগের দিকে আসতে দেখা গেছে। সেখানে থাকা দ্য ডেইলি স্টারের প্রতিবেদক এ কথা জানান।

এর আগে সকাল থেকে বিভিন্ন দিক থেকে ছাত্র-জনতা জড়ো হয়ে ছোট ছোট দলে শাহবাগ ও শহীদ মিনারের দিকে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago