আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার বেশ কয়েকটি পক্ষ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কয়েক হাজার ছাত্র-জনতা আজ শুক্রবার বিকেল ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন।

এসময় তাদের সঙ্গে হাসনাত ছাড়াও এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু ছিলেন।

শাহবাগ মোড় অবরোধ। ছবি: প্রবীর দাশ/স্টার

হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হন। অন্যান্য দিক থেকেও লোকজন শাহবাগ আসতে থাকেন। 

শাহবাগ মোড়ে জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

এর আগে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেল সাড়ে ৪টার দিকে মিন্টো রোডের মুখে নির্মিত মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।

সেসময় তিনি বলেন, 'আমরা দেশের হিস্যা জনগণের কাছে তুলে দিতে চাই। আমরা অন্তবর্তী সরকারকে বলতে চাই, আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশে আমরা একদিনও থাকতে চাই না। শেষ রক্তবিন্দু দিয়ে যদি প্রয়োজন হয় এক বছরও প্রয়োজন হয় তাহলে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না।'

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাসনাতের নেতৃত্বে একদল ছাত্র-জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন।

সারারাত সেখানে অবস্থানের পর আজ দুপুরের দিকে তারা মিন্টো রোডের মুখে চলে আসেন এবং সেখানে সমাবেশের জন্য মঞ্চ তৈরি করেন।

ওই মঞ্চ থেকে অবরোধের ঘোষণা দিলে বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভকারীরা শাহবাগের দিকে অগ্রসর হয়। 

পুলিশ সেসময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

 

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago