কিশোরগঞ্জে আন্দোলনকারীদের মিছিলে আ. লীগের ধাওয়া, সংঘর্ষে নিহত ৩

স্টার অনলাইন গ্রাফিক্স

কিশোরগঞ্জ শহরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংঘর্ষে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ রোববার দুপুরে শহরের পুরান থানায় সাধারণ শিক্ষার্থীরা মিছিল বের করে। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের কাছাকাছি এলাকায় গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়।

এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুঁড়তে থাকে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় শতাধিক আহত হয়।

সংঘর্ষে আহত ৪১ জনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরাম উল্লাহ দ্য ডেইলি স্টারকে  বলেন, 'আহতদের হাসপাতালে আনা হলে অঞ্জনা (৩০) ও অজ্ঞাত এক পুরুষকে (৫০) মৃত ঘোষণা করা হয় এবং দুজনকে ঢাকায় রেফার করা হয়।'

সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের পরিচালক ডা. মো হেলাল উদ্দিন ডেইলি স্টারকে জানান, সংঘর্ষের ঘটনায় মোবিন (৩৫) নামে একজন মারা গেছেন। ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফাকে ফোন করা হলে তিনি বলেন, 'তিনজন নিহত হওয়ার খবর শুনেছি।'

Comments

The Daily Star  | English

Customs flags hurdles at 3rd terminal of Dhaka airport

Customs House Dhaka said it has found more than a dozen issues related to infrastructure, security, and operational readiness of the new terminal

11h ago