শেরপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-আ. লীগের সংঘর্ষে নিহত ৩

শেরপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে ৩ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। 

শেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে নিহতের তথ্য নিশ্চিত করেছেন। 

আজ রোববার দুপুরে শহরের তিনাআনি বাজার এলাকায় শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শহরের তিনআনি বাজার মোড়ে আন্দোলনকারীদের কয়েকজন পুলিশের গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। এসময় পুলিশ আন্দোলনকারীদের উপরে গাড়ি উঠিয়ে দেয়। 

এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের শেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

নিহত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—জেলা শহরের বাসিন্দা তুষার (২৪) এবং জেলা সদরের পাকুড়িয়া চৈতনখিলার মাহবুব (৩০)।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago