কুষ্টিয়ায় বৃষ্টির মধ্যেই ৪ কিলোমিটার হেঁটে বিক্ষোভকারীদের মিছিল

কুষ্টিয়ায় বৃষ্টির মধ্যেই মিছিল করেছেন শিক্ষার্থীরা। ছবি: স্টার

কুষ্টিয়ায় বৃষ্টির মধ্যেই চার কিলোমিটার হেঁটে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি উপেক্ষা করে ১৪ দিন পর আবারও উত্তপ্ত জেলাটির রাজপথ।

আজ শনিবার দুপুর ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল নিয়ে সাদ্দাম বাজার হয়ে চৌড়হাস মোড়ে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল নিয়ে তারা মজমপুর গেটে অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, বিক্ষোভ মিছিলটি আবারও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এই কর্মসূচি ঘিরে পুলিশ কাউকে বাধা দেওয়ার বা আটকের চেষ্টা করেনি। তবে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা।

এর আগে ১৮ জুলাই কুষ্টিয়া শহরে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently.

6h ago