প্যারিস অলিম্পিক

জরিমানা দেওয়া সেই কানাডাই কোয়ার্টার ফাইনালে

canada women football

প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন চালিয়ে নজরদারির অভিযোগে শাস্তির মুখে পড়েছিলো কানাডার নারী দল। কেড়ে নেওয়া হয়েছিলো তাদের ৬ পয়েন্ট। তবে এত কিছুর পরও মাঠের ফুটবলে দারুণ খেলে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে চলে গেছে তারা।

গত রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় কানাডার মেয়েরা। তাতে তাদের ঠাঁই হয় শেষ আটে।

দলের হয়ে ৬১ মিনিটে গোল করেন ভ্যানেসা জিলেস। এই গ্রুপে তিন ম্যাচের সবগুলো জিতেও কেবল ৩ পয়েন্ট পায় কানাডা। কারণ নিউজিল্যান্ডের নারী ফুটবল দলের অনুশীলনে ড্রোন উড়িয়ে নজরদারির অভিযোগে অভিযুক্ত হয় তারা। এতে কাটা পড়ে মূল্যবান ৬ পয়েন্ট। পয়েন্ট কাটার পাশাপাশি তাদের কোচও নিষেধাজ্ঞা পেয়েছেন।

যে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার আগে ড্রোন চালিয়েছিল তাদের বিপক্ষে মাঠের লড়াইয়ে ২-১ গোলে জিতে বর্তমান চ্যাম্পিয়নরা। পরে ফ্রান্সের বিপক্ষে জেতে একই ব্যবধানে। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকেও হারিয়ে কোয়ার্টার নিশ্চিত তাদের।

কানাডার পয়েন্ট কাটা যাওয়ায় এক ম্যাচ হেরে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ আটে ফ্রান্স। কানাডার পয়েন্ট কলম্বিয়ার সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে ছিলো তারা।

শনিবার কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে নামবে কানাডা।

Comments

The Daily Star  | English

The wrongs of past 15yrs must be righted

The Daily Star spoke to BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir on a host of issues ranging from elections to media freedom 

15h ago