শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে শাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ

আজ সকাল সাড়ে ১১টার দিকে তারা এই সমাবেশ শুরু করেন।
সমাবেশে শাবিপ্রবির শিক্ষকরা। ছবি: শেখ নাসির/স্টার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তারা এই সমাবেশ শুরু করেন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে শাবিপ্রবি শিক্ষকরা ক্যাম্পাসের চেতনা একাত্তরের পাদদেশে সমবেত হন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যান। সেখানে গিয়ে শিক্ষকরা সমাবেশ করেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়।

সবশেষ তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ২০০-৩০০ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে রওনা দেন।

Comments

The Daily Star  | English

Gonoforum holding dialogue with Yunus

The team led by Gonoforum emeritus President Dr Kamal Hossain entered Jamuna around 3:00pm

1h ago