কোটা আন্দোলন: শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: শেখ নাসির/স্টার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভের সময় শিক্ষার্থীরা 'স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে', 'গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না'সহ নানা স্লোগান দিতে থাকেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ভেতরে  অবস্থান নেয় পুলিশ ও বিজিবি। এ ছাড়াও নিরাপদ দূরত্বে অবস্থানে রয়েছে সেনাবাহিনীও।

পরে বিকেল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা প্রধান ফটক থেকে একটি মিছিল বের করে আজকের মতো কর্মসূচি শেষ করেন।

Comments