কাজলায় সংঘর্ষে রিকশাচালক নিহত

আজ সন্ধ্যায় ঢামেক হাসপাতালে তার মরদেহ আনা হয়।
ছবি: শাহীন মোল্লা/স্টার

রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে এক রিকশাচালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মরদেহ আনা হয়।

মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি জানান, নিহতের মুখে আঘাতের চিহ্ন আছে।

ঢামেক হাসপাতাল থেকে দ্য ডেইলি স্টার প্রতিবেদক জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুই পথচারী তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিকশাচালকের বয়স আনুমানিক ৩০ বছর। কাজলা বটতলা এলাকায় রিকশার পাশে মরদেহটি পড়েছিল বলে জানিয়েছেন তাকে নিয়ে আসা দুই যুবক।

পথচারীদের একজন অনীক দ্য ডেইলি স্টারকে জানান, রক্তাক্ত অবস্থায় ওই রিকশাচালক তার রিকশার পাশে পড়েছিল। তার গায়ে ছররা গুলির চিহ্ন আছে।

আজ বৃহস্পতিবার শনির আখড়া-কাজলা-যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। স্থানীয়রা সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। মেয়র হানিফ ফ্লাইওভার থেকে শনির আখড়া পর্যন্ত লাঠিসোঁটা হাতে তাদের মিছিল করতে দেখা যায়।

Comments

The Daily Star  | English

Govt to bar AL from ‘political participation’

The interim government will bar the Awami League and the like-minded  parties from participating in political activities, said the chief adviser’s office yesterday.

9h ago