টাঙ্গাইলে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের হামলা

টাঙ্গাইলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে পুলিশ হামলা চালালে শিক্ষার্থী, সাংবাদিকসহ অনেকে আহত হন।

হামলার পর শহরে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

এর আগে কোটা আন্দোলনের সমর্থনে সকাল থেকে প্রেসক্লাবের সামনে জমায়েত হন হাজারো শিক্ষার্থী।

সকাল সাড়ে ১১টার দিকে তারা মিছিল করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে অগ্রসর হয়ে পুরনো বাসস্ট্যান্ডে পৌছান।

এরপর হঠাত করেই মিছিলে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদেরও পেটাতে থাকে পুলিশ।

এক পর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষিপ্ত ভাবে ইট পাটকেল ছোড়া শুরু করলে পুলিশ টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়তে শুরু করে।

মূহুর্তে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শহরে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছিলো।

 

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

18m ago