ঢাকা কলেজের সামনে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

ঢাকা কলেজের সামনে রক্তাক্ত মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল | স্টার ফাইল ফটো

ঢাকা কলেজের সামনে থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের গেটের সামনে ২৫-২৬ বছর বয়সী একজন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভ্যানগাড়িতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় শরীফ ও আকাশ মাহমুদ নামের দুইজন।

শরীফ ও আকাশ জানান, তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সেই সময় তারা রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে হাসপাতোলে নিয়ে যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকা কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যাকে আনা হয়েছে, কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন। নিহতের সারা শরীর রক্তাক্ত ছিল। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Comments

The Daily Star  | English

ICT orders BTRC, CID to authenticate Hasina's voice recordings

Earlier, an ICT prosecutor stated that they had obtained some important voice recordings of Sheikh Hasina and others

47m ago